Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উচ্চশক্তি প্রেরণ কেন্দ্র-৫, বাংলাদেশ বেতার, কাহালু, বগুড়া নর্দাণ জোনের তথা উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া-এর কাহালু উপজেলার ঢাকা-নওগাঁ মহাসড়কের পাশে দরগাহাট নামক স্থানে অবস্থিত। এ অঞ্চলের শিল্প, সাহিত্য-সংস্কৃতি সরকারের নীতি, কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা, কৃষি, জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান, জাতীয় সংবাদ, আবহাওয়া, দুর্যোগবার্তা ইত্যাদি নিয়ে তৈরি অনুষ্ঠানমালা বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্র হতে ব্যাপক বিস্তৃতিতে (রাত্রিকালীন ৭০ কি. মি. ও দিবাকালীন ১০০ কি. মি.) সম্প্রচারের জন্য ১০০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এ কেন্দ্রটি এতদঅঞ্চলের ভৌগলিক প্রাণকেন্দ্র বগুড়ায় ১৯৮৮ইং সালে স্থাপিত হয়। মূলতঃ এই উচ্চশক্তি প্রেরণ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্রের এএম চ্যানেলের অনুষ্ঠানমালা ৮৪৬ কিলোহার্জ-এ সম্প্রচারিত হয়। প্রতিদিন সকাল ০৬.০০ টা হতে ১০.০০ টা পর্যন্ত প্রথম অধিবেশন এবং দুপুর ১২.০০ টা হতে রাত ১১.১০ টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশনে মোট ১৫ ঘন্টা ১০ মিনিট এ কেন্দ্র হতে অনুষ্ঠান রীলে করা হয়। বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্র হতে অনুষ্ঠান একমাত্র বিটিসিএল-এর টেলিফোন লাইনের মাধ্যমে রাজশাহী প্রচার ভবন হতে রাজশাহী বিটিসিএল এক্সচেঞ্জ এবং পরবর্তীতে অপটিক্যাল ফাইবার লাইনের মাধ্যমে নাটোর হয়ে বগুড়া বনানী বিটিসিএল-পৌছায়। অতঃপর বনানী বিটিসিএল হতে STL(লিংক) এর মাধ্যমে কাহালু, বগুড়া কেন্দ্রে অনুষ্ঠান রিসিভ করে রীলে করা হয়।

এ কেন্দ্রে ২০-০৭-১৯৮৯ ইং সালে বুলগেরিয়ার তৈরি CB 100T 100kW Medium Wave দুটি ট্রান্সমিটার এর মাধ্যমে (১টি স্ট্যান্ডবাই) প্রথম অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। দীর্ঘদিন চলার পরে বুলগেরিয়ার তৈরি প্রেরণ যন্ত্র দুটি ত্রুটিযুক্ত ও মেরামত অযোগ্য হলে পরবর্তীতে উহার পরিবর্তে ১টি RIZ OR 100SD 100kW ট্রান্সমিটার (মডুলার সিস্টেম) ০৪-০৩-২০০৮ ইং তারিখে স্থাপন করা হয়। বর্তমানে Coratia-এর তৈরি উক্ত ট্রান্সমিটারটি দ্বারাই এ কেন্দ্র হতে অনুষ্ঠান রীলে করা হচ্ছে।

কেন্দ্রের জন্য ১৯৭৯ ইং সালে কাহালু, উপজেলার দরগাহাট নামক স্থানে ২৫ একর জমির উপর (বাউন্ডারী ঘেরা) কেন্দ্রটির বিভিন্ন ভবন ও স্থাপনা নির্মিত হয়। এ কেন্দ্রে একটি দ্বিতল অফিস ভবন, ১টি ট্রান্সমিটার হল, ১টি পুলিশ ব্যারাক, ১টি জেনারেটর ভবন, ২টি পাম্প হাউস এবং পৃথক স্থাপনায় ১টি ডি-টাইপ চারতলা ও ১টি ই-টাইপ চারতলা আবাসিক ভবন রয়েছে। কেন্দ্রে ১টি ৪০৫ শঠঅ জেনারেটর (চেকোস্লোভাকিয়ার তৈরি) রয়েছে যা স্থানীয়ভাবে মেরামত করে সচল রাখা হয়েছে। পিডিবির একটি ১১ কিভি এক্সপ্রেস লাইনের মাধ্যমে অত্র কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ চালু আছে। ট্রান্সমিটার হল হতে প্রায় ২০০ মিটার দূরে রেডিয়াল ফিল্ডে ৪০০ ফুট উঁচু গাইওয়্যার সাপোর্টেড এ্যান্টিনা মাস্ট রয়েছে।

এই দপ্তরের সাংগঠনিক কাঠামোতে ৩৬ টি পদ রয়েছে। কেন্দ্রটি কেপিআই-১ (ক) এর অন্তর্ভূক্ত এবং নিরাপত্তা প্রহরীর কোন পদ নাই। তবে ১২ (বার) জন পুলিশ সদস্য নিয়জিত নিরাপত্তা কাজে কর্তব্য পালন করেন।

ভৌগলিকভাবে বগুড়া জেলা বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রের আওতাধীন। এ অঞ্চলের শিল্পী/কলাকুশলীবৃন্দ বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রে অনুষ্ঠান তৈরিতে অংশগ্রহণ করেন কিন্তু দূরত্ব/কভারেজ এরিয়ায় না থাকায় এতদঅঞ্চলের শ্রোতামন্ডলী সে অনুষ্ঠান শুনতে পান না। অপরদিকে বাংলাদেশ বেতার, বগুড়া কেন্দ্রটি বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্রের অনুষ্ঠান রীলে করায় এবং বাংলাদেশ বেতার, বগুড়া নামে ঘোষনা প্রচার না হওয়ায় এতদঅঞ্চলের শ্রোতামন্ডলী বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্রের অনুষ্ঠান শুনেন যাহা এ কেন্দ্রের-ই রীলে অনুষ্ঠান।