Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

বাংলাদেশ বেতার, বগুড়া মধ্যম তরঙ্গ (৮৪৬কিলোহার্জ) এর মাধ্যমে দৈনিক ১৫ ঘন্টা ১৬ মিনিট অনুষ্ঠান ও বার্তা সম্প্রচার করে বিনোদনের পাশাপাশি জনসেবামূলক তথ্য ও সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচার অব্যাহত রেখেছে। বর্তমানে বগুড়া কেন্দ্রে ০১টি বৈদ্যুতিক লাইন (11 KV) সংযুক্ত রয়েছে। ব্যাকআপ হিসাবে ৪০৫ কেভিএ ১টি জেনারেটর  রয়েছে। এছাড়াও, অনুষ্ঠান সম্প্রচার নিরবিচ্ছিন্ন রাখতে জেনারেটরের এয়ার কম্প্রেসার মেশিন (সিলিন্ডারে এয়ার প্রেসার দ্রুত উত্তোলনের জন্য) প্রতিস্থাপন (শক এবজরভার সহ) করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও মানব সম্পদ উন্নয়নের জন্য অভ্যন্তরীণ প্রশিক্ষণ প্রদান অব্যাহত রয়েছে।


স্থানীয় বাজার থেকে খুচরা যন্ত্রাংশ সংগ্রহপূর্ক সম্প্রচার সংশ্লিষ্ট এবং সহায়ক যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রেরণ যন্ত্রের সক্ষমতা বজায় রাখার চেষ্টা ধরে রাখা হয়েছে। জনবল সংকট থাকায় বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মী, মালী এবং নিরাপত্তা প্রহরী পদায়ন/নিয়োগ না হওয়ায় কেপিআই স্থাপনা হিসেবে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা ও ট্রান্সমিটার ভবনের পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সচেষ্ট রাখা হয়েছে।


দপ্তরের সকল কম্পিউটার/ল্যাপটপ, IP সাপোর্টেড প্রিন্টার এবং অন্যান্য যন্ত্রপাতিসমূহ একটি LAN (Local Area Network) নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হয়েছে। এ্যান্টেনা মাস্ট এরিয়া, দপ্তরের আবাসিক এলাকা এবং প্রধান ফটক-এ সিকিউরিটি লাইট পোস্ট নতুন করে স্থাপন সহ Automation Circuit এর মাধ্যমে Lighting এর ব্যবস্থা করা হয়েছে। কোয়ার্টার পর্যন্ত অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপন সহ ইউনিট সমূহে ইন্টারনেট সংযুক্ত করা হয়েছে, অফিসের মেইন গেটে নিরাপত্তা চৌকিতে ইথারনেট ক্যাবল স্থাপন  পূর্বক ০১ (এক) টি  মনিটরের মাধ্যমে 24/7 CCTV monitoring এর ব্যবস্থা করা হয়েছে।


বাংলাদেশ বেতার, রাজশাহীর অনুষ্ঠানসমূহ স্যাটেলাইটে ডাউনলিংকের মাধ্যমে গ্রহণ করার ফলে অত্র কেন্দ্র থেকে প্রচারিত রীলে অনুষ্ঠানের প্রচার মান উন্নয়ন করা সম্ভব হয়েছে। বর্তমানে এ কেন্দ্রের ওয়েবসাইট (http://betar.kahaloo.bogra.gov.bd) এর মাধ্যমে সরাসরি ৮৪৬ KHz সম্প্রচার করা হয়।


বিগত অর্থবছর গুলোতে বগুড়া কেন্দ্র থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বছরব্যাপী অনুষ্ঠানমালা, মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG), রূপকল্প ২০৪১, পঞ্চবার্ষিক পরিকল্পনা, ডেল্টা প্ল্যান ২১০০ এবং সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। পাশাপাশি তথ্য অধিকার আইন বাস্তবায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জনসংখ্যা, নারী ও শিশু উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও অর্থনীতি, ইত্যাদি বিষয়ে কথিকা, ম্যাগাজিন, প্রামাণ্য প্রতিবেদন, আলোচনা, সাক্ষাৎকারসহ বিভিন্ন অনুষ্ঠান নিয়মিত সম্প্রচারিত হচ্ছে।


এছাড়াও মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বিশেষ কর্মসূচী, রাষ্ট্রীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং জাতীয় ও আন্তর্জাতিক খেলাসমূহ  নিয়মিত সরাসরি সম্প্রচার করে আসছে। পাশাপাশি নিজস্ব সংস্কৃতিকে লালন করতে এ কেন্দ্র  নাটক, যাত্রাপালা ও মঞ্চনাটক এবং আবহমান বাংলার নিজস্ব ইতিহাস-ঐতিহ্য, ভাষা-সংস্কৃতি এবং কৃষ্টি লালন ও বিকাশের লক্ষ্যে এ অঞ্চলের (রাজশাহী BH এর আওতাধীন) ঐতিহ্যবাহী সংগীত ও অনুষ্ঠান বাণীবদ্ধ সম্প্রচার করে আসছে। বৈশ্বিক কোভিড-১৯ মহামারী সহ অন্যান্য সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন করার লক্ষ্যে নিয়মিত স্বাস্থ্য বার্তা, চিকিৎসকের পরামর্শ, বিশেষজ্ঞ চিকিৎসকের জনসচেতনতামূলক অনুষ্ঠান নিয়মিত সম্প্রচার করে আসছে। ঘূর্ণিঝড়, সাইক্লোন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগকালীন আবহাওয়ার বিশেষ বুলেটিন ও সংবাদ সম্প্রচারের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় সর্বদা সক্রিয় থেকেছে অত্র কেন্দ্র এবং বন্যার সতর্কীকরণ বিজ্ঞপ্তি, ঘোষণা ও অনুষ্ঠান নিয়মিত প্রচার করা হয়ে থাকে।